হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরে চৌধুরী বাজার খোয়াই নদী থেকে নিখোঁজ হওয়া শিশু সাগর (১১) কে ২৪ ঘন্টা পর কামড়াপুর ব্রীজের নিচ থেকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার বিকাল ৫টায় কামড়াপুর ব্রীজের নিচে সাগরের লাশ ভেসে উঠে। স্থানীয় লোকজন ও সাগরের স্বজনরা গিয়ে লাশটি সনাক্ত করে।
খবর পেয়ে চৌধুরী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু বকর সিদ্দিক লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
সূত্র জানায়, সোমবার বিকাল ৪টার সময় উমেদনগর এলাকার ভাড়াটিয়া মৃত আলম মিয়ার পুত্র সাগর খোয়াই নদীর ব্রীজের ড্যান্ডি খাচ্ছিল। হঠাৎ সে জ্ঞান হারিয়ে নদীতে পড়ে যায়।