শায়স্তোগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ মহাসড়কের দেউন্দি পয়েন্টে সাতটি যানবাহনকে ষোল হাজার তিনশত টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
বুধবার বিকাল চারটা হতে পাঁচটা পর্যন্ত অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্র্যাট জনাব হাসান মারুফ । শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার একদল পুলিশ তাকে সহযোগিতা করেন । ঢাকা-সিলেটগামী বাস,বালুবাহী মিনিট্রাককে এ অভিযানে জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায় লাইসেন্স,ফিটনেস ও বীমাবিহীন যানবাহনের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে ।