কুয়েত থেকে সংবাদদাতা : দীর্ঘ সময় পর বাংলাদেশি শ্রমিকদের জন্য আবারও খুলছে কুয়েতের শ্রমবাজার। আগামী ফেব্রুয়ারি থেকেই মধ্যপ্রাচ্যের দেশটির শ্রমবাজারে পুরোপুরি প্রবেশাধিকার পাচ্ছেন বাংলাদেশিরা।
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসহাবুদ্দিনকে উদ্ধৃত করে দেশটির সংবাদ মাধ্যম ‘কুয়েত টাইমস’ রোববার (০৭ ডিসেম্বর) এ খবর জানিয়েছে।
আসহাবুদ্দিন সংবাদ মাধ্যমটিকে জানান, সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ সাবাহ আল-খালেদ আল সাবাহ’র সঙ্গে রাজধানী আবুধাবিতে বৈঠক করেন। বৈঠকে কুয়েতে বাংলাদেশিদের জন্য শ্রমবাজার ফের খুলে দেওয়ার ব্যাপারে আলোচনা করেন তারা।
আলোচনা শেষে দু’জনই বাংলাদেশি শ্রমিকদের জন্য উদীয়মান অর্থনীতির দেশটির শ্রমবাজার খুলে দিতে মতৈক্যে পৌঁছেন।
রাষ্ট্রদূত জানান, কুয়েতে প্রায় দুই লাখ বাংলাদেশি শ্রমিক কাজ করেন এবং প্রত্যেকেই স্বচ্ছল জীবন যাপন করছেন।
সাত বছর আগে একটি দুর্ঘটনার জেরে কুয়েতের শ্রমবাজারে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
আসহাবুদ্দিন জানান, এ নিষেধাজ্ঞার সময় সেখানে কেবল বাংলাদেশি কৃষি শ্রমিকরা যাওয়ার সুযোগ পায় এবং সম্প্রতিও দেশটির শ্রমবাজারে ২০০-৩০০ বংলাদেশি যোগ দিয়েছে।
২০০৬ সালের অক্টোবর থেকে কুয়েত বাংলাদেশের শ্রমিক নিয়োগ করছে না। বাংলাদেশ তখন থেকেই শ্রমবাজারটি ফের খোলার বিষয়ে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ প্রক্রিয়ায় কয়েকটি ভিভিআইপি সফরও হয়েছে দেশটিতে।