ডেস্ক : উদ্ধারকাজ শেষে ৯ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল শুরু হয়েছে। রোববার দিবাগত রাত ১১টার ৪০ মিনিটে ওই পথে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।
এর আগে দুপুর সোয়া ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং এলাকায় ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুৎ হয়। এ ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-সিলেট পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
আখাউড়া লোকোসেড ইনচার্জ মো. মহসিন ভুঁইয়া জানান, সিলেট থেকে ছেড়ে আসা জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকায় আসলে এর পাঁচটি বগি লাইনচ্যুৎ হয়। খবর পেয়ে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে উদ্ধার কাজ শুরু করে।
তিনি আরো জানান, দুর্ঘটনাকবলিত পাঁচটি বগি রেখে আগেই ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পরে একটি বগি ব্রাহ্মণবাড়িয়া এবং বাকি বগিগুলো মেইন লাইন থেকে সরিয়ে দিয়ে ট্রেন চলাচল শুরু করা হয়।
উদ্ধারকাজ শেষে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আটকে পড়া চট্টগ্রামগামী সূবর্ণ এক্সপ্রেস এবং সিলেটগামী সুরমা মেইল ট্রেন ছেড়ে গেছে।