নবীগঞ্জ প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নবীগঞ্জ কেন্দ্রীয় গোবিন্দ জিউড় আখড়ায় এক বিশেষ প্রার্থনা সভা গত সোমবার সন্ধ্যায় অনুষ্টিত হয়। সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নিহত পরিবারের সকল সদস্যদের আত্মার শান্তি কামনা করে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল আচার্য্য,উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক সুখেন্দু রায় ,অর্থ সম্পাদক প্রমথ চক্রবর্তী বেনু, গোবিন্দ জিউড় আখড়া পরিচালনা কমিটির সভাপতি সুবিনয় কর, সাধারন সম্পাদক নারায়ন রায় ,পৌর পুজা উদযাপন কমিটির সভাপতি বাবুল চন্দ্র দাশ,সাধারন সম্পাদক কর্নমনি দাশ,উপজেল হিন্দু বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, অর্থ সম্পাদক প্রজেশ রায় নিতন,মুক্তিযোদ্ধা গৌরদাশ রায়,পৌর পুজা উদযাপন কমিটির সহ-সভাপতি মৃদুল কান্তি রায়,বিধান ধর,মন্টু লাল আচার্য্য,নিরেন্দ্র দেব ,পবিত্র বনিক, শংকর দেব, পিন্টু দাশ,সাধন চন্দ্র দাশ, রঞ্জিত চক্রবতী নান্টু, প্রনব দেব,গৌতম পুরকায়স্থ, সুবিনয় দাশ সুমন,পান্ডব দেব প্রমূখ।