নিজস্ব প্রতিনিধি: ঢাকা থেকে চুরি করে আনা প্রাইভেট কার শায়েস্তাগঞ্জের অলিপুরে উদ্ধার করা হয়েছে। সেই সাথে চোরকে করেছে পুলিশ।
শুক্রবার বিকেল ৫টায় শায়েস্তাগঞ্জ থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন ও এসআই আতিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুর নামক স্থানে বেরিকেড দিয়ে প্রাইভেটকারসহ আল আমিন ওরফে রুবেলকে (৩০) আটক করে।
এ সময় চোরাই প্রাইভেটকার ঢাকা মেট্রো গ ১৩-৭৯১২ জব্দ করা হয়। রুবেল মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমসেরনগর গ্রামের জামাল মিয়ার পুত্র।
ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, গত ১২ আগস্ট ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী আশরাফ উদ্দিনের বাসার সামন থেকে তার প্রাইভেট কারটি চুরি হয়। এ ব্যাপারে তিনি মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেন।
পুলিশ বিভিন্ন থানায় বিষয়টি অবগত করে। রুবেল বিষয়টি জানতে পেরে প্রাইভেটকারটি নিয়ে আত্মগোপন করে। পরে শুক্রবার বিকেলে প্রাইভেটাকারটি নিয়ে রুবেল হবিগঞ্জ আসার উদ্দেশ্যে রওয়ানা দিলে পুলিশ তাকে অলিপুরে আটক করে।
পুলিশের জিজ্ঞাসাবাদে রুবেল গাড়িটি চুরি করেছে বলে স্বীকার করে। তার বিরুদ্ধে ঢাকা-সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুরসহ বিভিন্ন জেলায় ১ ডজন মামলা রয়েছে। এতদিন রুবেল আত্মগোপনে ছিল।