বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে ব্যবসা প্রতিষ্টানে চুরির ঘটনা ঘটেছে। চুরেরা দোকানের উপরের টিন কেটে ভিতরে প্রবেশ করে অর্ধলক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।
শুক্রবার রাতের কোন এক সময়ে মদিনা ইলেকট্রনিক্স এ ঘটনা ঘটে।
মদিনা ইলেকট্রনিক্স এর মালিক দুলাল মিয়া জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার রাত আনুমানিক ১০টায় দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। আজ শনিবার সকাল ৯টার দিকে দোকান খুলে ভিতরে প্রবেশ করতে দেখতে পান দোকানে থাকা ফ্যান, কয়েল তার সহ বিভিন্ন জাতের অর্ধলক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।
স্থাণীয় সাংবাদিক সমুজ আলী রানা মুঠোফোনে জানান, উপরের টিন কেটে চোরেরা দোকানের ভিতরে প্রবেশ করে মালামাল নিয়ে যায়।
সম্প্রতি মিরপুর চৌমুহনায় পাহাড়াদারের মাধ্যমে বাজারে পাহাড়া দেওয়ার মাঝেও চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে।
মিরপুর চৌমুহনী ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক তারা মিয়া জানান, আমি বিষয়টি শুনে ঘটনাস্থলে গিয়ে খোঁজ খবর নিয়েছি। শ্রীমঙ্গল লাইনে শুক্রবার রাতে কে পাহাড়া দিয়েছে সে বিষয়টি দেখে ব্যবস্থা নিচ্ছি।