লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মুড়াকড়ি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছে।
রবিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত সুত্রে জানা যায়, ওই এলাকার বিনোদ বিহারী পালের পুত্র সমির পাল ও একই এলাকার জগন্নাথ পালের পুত্র সঞ্জয় পালের মাঝে বাড়ির পাশের একটি জমি নিয়ে বিরোধ চলে আসছিল।
এ বিরোধের জের ধরে উভয়পক্ষের মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
গুরুতর আহত অবস্থায় তাপস পাল (২৫), শম্ভু পাল (২৮), সমির পাল (৪০), দিপন পাল (২২), কানন পাল (৬৫), সুমন পাল (৩৫), মস্তু পাল (৬০), অনিক পাল (৩২)কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।