হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার দক্ষিণ পাইকপাড়া গ্রামে ফারুক মিয়া (৪০) নামের এক মানসিক ব্যক্তি নিজের গলায় ছুরিকাঘাত করে হাসপাতালে ভর্তি হয়েছে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে ওই গ্রামের ফয়েজ উদ্দিনের পুত্র।
বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। জানা যায়, ফারুক মিয়ার পরিবারে অভাব অনটন লেগে থাকায় তার মানসিক বিকৃতি ঘটে। দীর্ঘদিন ধরে সে মানসিক ভারসাম্যহীন অবস্থায় জীবন যাপন করতে থাকে। ওই সময় একটি ধারালো ছুরি দিয়ে নিজের গলায় আঘাত করে। এতে সে আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।