নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলায় বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে শহরের শায়েস্তানগরস্থ দলীয় কার্যালয় থেকে র্যালি বের করা হয়। র্যালিতে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, দলীয় প্রধান বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক কারাবন্দি জিকে গউছের ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন ব্যবহার করেন।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পৌরসভা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এসময় এক পথসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহসভাপতি এডভোকেট সামছু মিয়া চৌধুরী।
যুগ্ম সম্পাদক মিজানুর রহমান চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদ হাজী নুরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া চৌধরী বেলাল, জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজল, সদর উপজেলা ভাইস চেয়াম্যান মাহবুবুর রহমান আওয়াল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াস, সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, জেলা জাসাস সভাপতি শাহ আলম চৌধুরী মিন্টু, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ টিপু, জেলা জাসাদ সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহসিন সিকদার, উপজেলা যুবলদলের সভাপতি শাহ মশিউর রহমান কালাম, পৌর যুবদরের আহবায়ক সফিকুর রহমান সিতু, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সুমন প্রমুখ।