খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট থেকে ॥ হবিগঞ্জের চুনারুঘাটে ওয়াটার, স্যানিটেশন ও হাইজিন কর্মসূচি বিষয়ে উপজেলায় এ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে এবং ব্র্যাকের উদ্যোগে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের।
ব্র্যাকের ওয়াস কর্মসূচির হবিগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ ফিরুজ ভূঁইয়ার সভাপতিত্বে ও প্রোগ্রাম অর্গানাইজার হুমায়ুন কবিরের সঞ্চালনায় বিষেশ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী শাফিয়া আক্তার, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি আবুল কালাম আজাদ,সাংবাদিক খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাটের ব্র্যাক ম্যানেজার মোঃ ফজলুল হক, মাধবপুর উপজেলার ব্র্যাকের প্রোগ্রামস অর্গানাইজার মোঃ ফরহাদ আলী,চুনারুঘাটের ব্র্যাকের প্রোগ্রামস অর্গানাইজার ধিরেশ চন্দ্র চক্রবর্তী, মাঠ কর্মী স্বপন চন্দ্র বর্মন।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন-অগ্রনী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পংকজ নাহা, সোনা উল্লাহ, কোর্ট মসজিদের ইমাম মোঃ আবু তাহের, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীরর অল্লিকা দাশ, ইউপি সদস্য মহরম আলী ও জুবায়ের কবির।
কর্মশালা ব্র্যাকের ওয়াস কর্মসূচী বিগত দিনের কর্মকান্ড ও আগামী দিনের পরিকল্পনা নিয়ে বিভিন্ন বিষয়ে ব্র্যাক কর্মকর্তা উপস্থিত অতিথির সামনে বিস্তারিত তোলো ধরেণ।