খন্দকার আলাউদ্দিন : হবিগঞ্জ জেলার চুনারুঘাটে অান্তর্জাতিক শকুন সচেতনতা দিবস পালিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় অাইইউসিএন ও বাংলাদেশ বন বিভাগের অায়োজনে চুনারুঘাট ফরেস্ট অফিসের উদ্যোগে র্যালী ও অালোচনা সভা অনুষ্ঠিত হয়।
অালোচনা সভায় সিলেটে বিভাগীয় বন কর্মকর্তা আরএসএম মুনিরুল ইসলামের সভাপতিত্বে ও আইইউসিএনের প্রোগ্রামের এসিস্টেন জিনিফার অাজমীরি উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত কেন্দ্রীয় বন সংরক্ষক অফিসার অপনিভূষন ঠাকুর।
বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজারের বন কর্মকর্তা ও বন্যপ্রাণী প্রকৃতি সংরক্ষণেরর মিহির কুমার দে, চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ অাবু তাহের, ভাইস চেয়ারম্যান অালহাজ্ব লুৎফুর রহমান মহালদার, সহকারী কমিশনার (ভূমি) তনময় ইসলাম, হবিগঞ্জেরর সহকারী বন সংরক্ষক এ.জেড.এম হাছানুর রহমান। সভায় শকুন রক্ষায় স্কুলের শিক্ষক-শিক্ষার্থী নিয়ে বিভিন্ন বিষয়ে অালোচনা হয়।