নিজস্ব প্রতিবেদক
ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব শায়েস্তাগঞ্জ (ইউসাস)-এর প্রতিষ্ঠাতা সভাপতি বৃন্দাবন সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক প্রয়াত মো: আব্দুল হামিদ স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে সংগঠনটি। রোববার (১১ সেপ্টেম্বর) শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এ শোকসভায় বক্তরা প্রয়াত আব্দুল হামিদের ব্যক্তিজীবন, কর্মজীবন নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠান শেষে সবাই উনার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
শোকসভায় সভাপতিত্ব করেন ইউসাসের সাবেক সভাপতি, বর্তমানে সীমান্ত ব্যাংক লিমিটেডের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট জনাব আনোয়ার ফারুক তালুকদার। অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম মন্ত্রণালয়ের উপসচিব জনাব আব্দুল হাই আল মাহমুদ, শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র জনাব মোঃ ছালেক মিয়া, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি জনাব আব্দুর রকিব, ইউসাসের সাবেক সভাপতি ও ইস্টার্ন ব্যাংকের রিলেশনশিপ ম্যানেজার জনাব বশির আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে শায়েস্তাগঞ্জের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সাবেক ও বর্তমান শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউসাসের বর্তমান সভাপতি জনাব আব্দুল মুহিত এবং অনুষ্ঠান পরিচালনা করেন ইউসাসের বর্তমান সাধারণ সম্পাদক জনাব নাজমুল হোসেন।