চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে স্কুল ছাত্র মোঃ খালিদ হাসান (১৩) নামে এক কিশোর ৮দিন ধরে নিখোঁজ রয়েছে। সে উপজেলা রানীগাঁও মাসুদ চৌধুরী স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণীর ছাত্র। খালিদ উপজেলার পাচারগাঁও (এরপর পৃষ্ঠা-২) গ্রামের মোঃ আব্দুল মালেকের পুত্র। জানা যায়, গত ৩ আগষ্ট শনিবার সকালে প্রতিদিনের ন্যায় বাড়ি থেকে স্কুলে যাওয়ার কথা বলে বের হয়। পরে সন্ধ্যায় সে আর ঘরে ফিরেনি। খালেদের পিতা মকবুল হোসেন তার আত্মীয়-স্বজন ও এলাকার বিভিন্ন জায়গায় খোজাখুজি করেও তার ছেলের কোন সন্ধান না পেয়ে তিনি এখন ছেলে সুখে পাগল প্রায়। এদিকে বাড়ি ছেলে বাড়ি না ফেরায় মাসহ পরিবারের লোকজন ভেঙ্গে পড়েছেন। ছেলে খালেদের কোন সন্ধান না পেয়ে তার বাবা আঃ মালেক গত ৫ আগষ্ট চুনারুঘাট থানায় একটি জিডি করেছেন। জিডি নং ২৪৫। অভিযোগ থেকে জানা যায়, মোঃ খালিদ হাসানের বয়স ১৩ বছর। তার উচ্চতা অনুমানিক ৪ফুট ৬ ইঞ্চি ও গায়ের রং শ্যামলা। মুকমন্ডল লম্বাটে, পড়নে ছিল নেভীব্লু রংয়ের শার্ট ও ব্লু রংয়ের ফুল পেন্ট। যদি কোন হৃদয়বান ব্যক্তি ওই নিখোঁজ কিশোর খালিদ হাসানের সন্ধান পান তাহলে তার বাবা মালেক মিয়ার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন। মোবাইল ঃ ০১৭১৪-৮৬৬১২৫/০১৯৩৮-০১২৮২১।#