সংবাদদাতা : শায়েস্তাগঞ্জ দাউদনগর বাজারস্থ দেশ ফার্মা নামে একটি ফার্মেসীর বিরুদ্ধে ভুল ঔষধ দিয়ে রোগী মেরে ফেলার অভিযোগ উঠেছে। অভিযোগটি করেছেন শায়েস্তাগঞ্জের চরনুরআহাম্মদ এলাকার বাসিন্দা সুমন মিয়া ও তার স্বজনরা। অভিযোগে সুমন মিয়া বলেন, সম্প্রতি তিনি দেশ ফার্মা ফার্মেসী থেকে ঔষধ ক্রয় করেন। ওই ঔষধ প্রয়োগ করার কিছুক্ষণ পরই তার পিতা আব্দুল গফুর মারা যান। তাৎক্ষণিক তারা বিষয়টি বুঝতে পারেননি। বাকী ঔষধ ফেরত দিতে সুমন ফার্মেসীতে আসেন। এতে ভুল ঔষধ ধরা পড়ে। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবগত করার পর মঙ্গলবার রাতে শালিস বৈঠক বসে। এতে কোনো সমাধান হয়নি। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে।