নিজস্ব প্রতিনিধি:ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুর প্রাণ কোম্পানীর পেছন ফটকের নিকট ৫ শিশু অগ্নিদ্বগ্ধ হয়েছে। জনতা ওই কোম্পানীর এক কর্মচারিকে গণধোলাই দিয়েছে।
২৮ জানুয়ারি বুধবার দুপুরে এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুরে অবস্থিত প্রাণ কোম্পানীর বিষাক্ত বজ্যে এলাকার পরিবেশ দূষিত হয়ে পড়ছে। এ কারণে ইতোপূর্বে গ্রামবাসির গরু-ছাগল, হাসঁ মুরগী মারা গেছে। এ নিয়ে একাধিকবার এলাকাবাসি প্রতিবাদ মুখর হয়ে উঠলে কোন সমাধান করেনি কোম্পানী কর্তৃপক্ষ। ওই সময় প্রাণ কোম্পানীর বিভিন্ন বজ্যসহ নষ্ট হওয়ায় বিভিন্ন মালামাল আগুন দিয়ে বিনষ্ট করার সময় আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এসময় কোম্পানীর পেছন ফটকের পাশে খেলারত শিশুরা আগুনে দ্বগ্ধ হয়। শিশুদের চিৎকার চেচামেচি শুনে গ্রামবাসি এগিয়ে এসে পানির মাধ্যমে আগুন নিয়ন্ত্রন করে। এসময় প্রাণ কোম্পানীর কর্মচারি শাহনুর আলম (৪০) কে গণধোলাই দেয়। সে রংপুর সদরের সামসুল আলমের পুত্র।
অগ্নিদ্বগ্ধবস্থায় উপজেলার উজান শৈলজুড়া গ্রামের তাহির মিয়ার কন্যা স্কুল ছাত্রী হেপি (৮), সুন্দর মিয়ার কন্যা স্কুল ছাত্রী শারমিন (১০), মহসিন মিয়ার কন্যা স্কুল ছাত্রী রিয়া (৮) ও মাখন মিয়ার কন্যা ৭ম শ্রেণীর ছাত্রী পলি (১৩) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগুনে তাদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। চিকিৎসক জানিয়েছেন, তাদের অবস্থা আশংকাজনক। তাদেরকে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে রেফার্ড করা হয়েছে।
বিকেল ৩টা এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতরা সদর হাসপাতালে ছিল।
এব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ওসি ইয়াসিনুল হক জানান, প্রাণ কোম্পানীর বিভিন্ন মালামাল বিনষ্ট করার সময় আগুন ছড়িয়ে পড়ায় এ ঘটনা ঘটে। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।