উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ প্রতিনিধিঃ ব্র্যাকের উদ্যোগে মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমানোর লক্ষ্যে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে সোমবার সকালে মিডওয়াইভসদের পরিচিতি সভা অনুষ্টিত হয়। ভারপ্রাপ্ত টিএইচও ডাঃ শিউলী আক্তারের সভাপতিত্বে এবং ব্র্যাকের সিনিয়র উপজেলা ম্যানেজার কামরুল হাসানের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ হাবিবুর রহমান। সভায় মুল বক্তব্য উপস্থাপন করেন মিডওয়াইভস প্রশিক্ষনার্থী উম্মোল খায়ের ও ডিনা মহসিন। এতে অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক দেবরাজ রায় চৌধুরী,ইপিআই টেকনেশিয়ান মোঃ মুজিবুর রহমান। সভায় উপিস্থত ছিলেন উপজেলা ব্র্যাক হিসাব কর্মকর্তা নির্মল চন্দ্র সরকার, ব্র্যাঞ্চ ম্যানেজার মোঃ লোকমান সরদার, কর্মসূচী সংগঠক মোছাৎ সাহেনা খানম,নিসিয়র নার্স জোসনা বিশ্বাস,অঞ্জনা রানী রায়, রথীশ চন্দ্র রায়সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।