চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পাট্টাশরীফ গ্রামের বড়বাড়ির দুলা মিয়ার স্ত্রী সাজু বেগমের পালিত ১০টি মোরগ পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকরা বিষ খাইয়ে মেরে ফেলেছে। এ বিষয়ে ৩ জনের বিরুদ্ধে চুনারুঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জানা যায়, গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে সাজু বেগমের পালিত ১০টি মোরগ বসতবাড়ির পূর্ব দিকে সারাজ মিয়ার বসতঘরের উঠানে গেলে সকলের অগোচরে পূর্ব পরিকল্পিতভাবে সারাজ মিয়া ভাতের সাথে বিষ মিশানো খাবার খাইয়ে ১০টি মোরগগুলো মেরে ফেলে। তখন সাজু বেগম মোরগ খুঁজতে গেলে উত্তর দিকের খালে ১০টি মোরগ মারা অবস্থায় দেখতে পান। মরা মোরগগুলো সাজু বেগম দেখে শোর চিৎকার দিলে এসময় আশেপাশের স্থানীয় লোকজনরা এগিয়ে এসে মোরগগুলো জমা করে সাজু বেগম বস্তার ভিতরে করে চুনারুঘাট থানায় নিয়ে আসেন। এসময় চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী বিষয়টি দেখে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ব্যাপারে সাজু বেগম বাদী হয়ে চুনারুঘাট থানায় হাজির হয়ে ১০টি মরা মোরগ নিয়ে ৩ জনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের বিবরণে জানা যায়, উপজেলার শানখলা ইউনিয়নের পাট্টাশরীফ একই গ্রামের আঃ রহিমের পুত্র সারাজ মিয়া (৩৫), ছাদেক মিয়া (৩২) ও রফিক মিয়ার স্ত্রী জায়েদা খাতুন (৩৮) সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ১০টি মোরগের মূল্য অনুমান ৩ হাজার টাকা। উল্লেখ্য যে, সাজু বেগমের স্বামী দুলা মিয়া বাদী হয়ে উক্ত আসামীদের বিরুদ্ধে হবিগঞ্জ আদালতে ২টি মামলা বিচারাধীন রয়েছে। সাজু বেগমের সাথে বসতবাড়ির ৭ শতক জমি নিয়ে দীর্ঘদিন যাবত ধরে আঃ রহিম ও তার পুত্র সারাজ মিয়া, ছাদেক মিয়া, রফিক মিয়ার সাথে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বিজিবি’র সদস্য ছাদেক মিয়া ছুটিতে বাড়িতে এসে সারাজ মিয়া ও রফিক মিয়ার নেতৃত্বে এ ঘটনাটি ঘটান। এ ব্যাপারে এলাকার নিরীহ অসহায় সাজু বেগম সুবিচার পাওয়ার জন্য প্রশাসনের প্রতি সু-দৃষ্টি কামনা করছেন।