হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-বানিয়াচঙ্গ সড়কের উমেদনগর শিল্প এলাকায় ট্রাক্টরের চাপায় পৃষ্ট হয়ে মাহিন মিয়া নামে আড়াই বছরের এক শিশু মারা গেছে।
মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহিন বানিয়াচঙ্গ উপজেলার মন্দরী ইউনিয়নের কাউরিয়াকান্দি গ্রামের মতিন মিয়া পুত্র।
সূত্র জানায়, কাউরিয়াকান্দি গ্রামের মতিন মিয়া দীর্ঘদিন ধরে উমেদনগর শিল্প এলাকায় পরিবারের সদস্যসহ বসবাস করে শ্রমিকের কাজ করে আসছিলেন।
বিকেলে তার শিশুপুত্র মাহিন মিয়া রাস্তায় খেলা করছিল। এ সময় বেপরোয়া ট্রাক্টর তাকে চাপা দিলে সে ঘটনাস্থলে মারা যায়। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ সময় উত্তেজিত জনতা ট্রাক্টর চালক ফজল মিয়াকে আটক করে। ফজল মিয়া হবিগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।