বাহুবল প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে করাঙ্গী নদীর উপর একটি ব্রিজের জন্য বার গ্রামের মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে।
স্কুল, কলেজ, মাদরাসা পড়–য়া ছাত্রছাত্রীসহ প্রায় ২০ হাজার মানুষকে যুগ যুগ ধরে ঝুঁকি নিয়ে প্রতিদিন একটি বাঁশের সাঁকোর উপর দিয়ে নদী পারাপার করতে হচ্ছে।
বাহুবল উপজেলা সদর থেকে মাত্র আধা কিলোমিটার দূরের এ দৃশ্য যেন কর্তৃপক্ষের নজরে নেই। উপজেলা সদর থেকে খানিকটা দক্ষিণে ছদরুল হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে দিয়ে প্রবাহিত রাস্তাটি পূর্বদিকে করাঙ্গী নদী অতিক্রম করে ফয়জাবাদ চা বাগানে মিশেছে।
এ রাস্তাটি থেকে আশপাশের গ্রামগুলোতেও যাতায়াতের রাস্তা রয়েছে। রামপুর চা-বাগান, বলরামপুর, টিলাবাড়ি, হরিতলা, ভুলপুর, জনয়নাবাদ, নোয়াগাঁও, মৌড়ি, পুরান মৌড়ি, কসবা করিমপুর ও ফয়জাবাদ গ্রামের লোকজন এ রাস্তা দিয়েই চলাচল করে থাকেন।
এছাড়া এ রাস্তা দিয়েই মৌড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছদরুল হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়, দীননাথ মডেল হাইস্কুল ও বাহুবল অনার্স কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষকদের চলাচল করতে হয়। বালিকা উচ্চ বিদ্যালয়ের কয়েকশ ফুট পূর্বদিকে করাঙ্গী নদীতে একটি ব্রিজ না থাকায় এ অঞ্চলের মানুষের নদী পারাপারে দুর্ভোগ যুগ যুগ ধরে চলে আসছে।
নদীর ওই স্থানটিতে স্থানীয় লোকজন প্রায় দেড়শত ফুট দৈর্ঘ্য একটি বাঁশের সাঁকো তৈরি করায় ওই সাঁকো দিয়েই ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোককে ঝুঁকি নিয়ে নদী পারাপার হতে হচ্ছে। এ দুর্ভোগ চরম আকার ধারণ করে যখন উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদীর পানি বৃদ্ধি পেয়ে প্রবল ¯্রােতের আঘাতে সাঁকো ভেঙে যায়।
তখন ওই অঞ্চলের লোকজনকে আরো ৪-৫ কিলোমিটার দূরবর্তী উত্তরসূর গ্রামের ভিতর দিয়ে হামিদনগর হয়ে বাহুবল সদরে আসতে হয়। এতে বন্ধ হয়ে যায় উল্লেখিত গ্রামগুলোর স্কুল, কলেজ, মাদ্রাসাগামী শিক্ষার্থীদের ক্লাস গ্রহণ। এছাড়া রোগীদের নিয়ে বিপাকে পড়েন স্বজনরা।
ছদরুল হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএসএম নোমান জানান, বর্ষাকালে বৃষ্টিতে ভিজে সাঁকোর বাঁশ পিচ্ছিল হয়ে যায়, ফলে দূর্ঘটনার ভয়ে স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি কমে যায়।