মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১০:২৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
হবিগঞ্জ জেলার অনলাইন নিউজ পোর্টালের মধ্যে অন্যতম ও সংবাদ মাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী গণমাধ্যম দৈনিক শায়েস্তাগঞ্জ ডট কম-এ জরুরী ভিত্তিতে হবিগঞ্জ,নবীগঞ্জ,শায়েস্তাগঞ্জ,চুনারুঘাট,মাধবপুর,বাহুবল,বানিয়াচং,আজমিরিগঞ্জ,থানার সকল ইউনিয়ন,কলেজ, স্কুল থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন নিম্ন ঠিকানায় ইমেইল করার জন্য বলা হলো। Email : shaistaganjnews@gmail.com Phone: 01716439625 & 01740943082 ধন্যবাদ, সম্পাদক দৈনিক শায়েস্তাগঞ্জ

একজন মুক্তিযোদ্ধার আর্তনাদ

দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক ::
  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০১৬

এটিএম সালাম, নবীগঞ্জ ॥ ডাক্তার যোগেন্দ্র বিশ্বাস একজন বীর মুক্তিযোদ্ধা। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ১ নং বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের চরগাঁও গ্রামে তার জন্ম। তার বাবার নাম মৃত যতীন্দ্র মোহন বিশ্বাস,মা মৃত অহল্যা রানী বিশ্বাস। সে ১৯৫৫ সালে এসএসসি পাশ করে।

মেট্রিক পাশের পর ময়মনসিংহ ন্যাশনাল মেডিকেল স্কুল থেকে ৪ বছর মেডিকেল কোর্স শেষ করে আরো ১বছর ইন্টারনী সহ ৫ বছর মেডিকেল কোর্স সমাপ্ত করেন। ১৯৬৫ সালে মেডিকেল পাশ করে সিলেট সদর হাসপাতালে ফ্যামিলি ট্রেনিং শেষে মেডিকেল অফিসার হিসেবে গোলাপগঞ্জ বিয়ানীবাজার উপজেলা ও কুমিল্লার থেওতা সরকারী হাসপাতালে চাকুরি করেন। এভাবে কয়েক বছর চাকুরি করার পর পাকহানাদার বাহিনী যখন দেশে আক্রমন করে, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে বাঙ্গালী জাতি যখন যুদ্ধে ঝাপিয়ে পড়ে।

তিনি ও তখন এই মুক্তিযুদ্ধে যোগ দেন। যুদ্ধের পাশাপাশি তার পেশাকে কাজে লাগান। যুদ্ধাহতদেরকে চিকিৎসা সেবা দেন। যেখানে শুনেছেন যুদ্ধে আহত সেখানেই ছুটে গিয়েছেন। দীর্ঘ নয় মাস যুদ্ধাহতদের সেবায় নিজেকে নিয়োজিত রাখেন। মুক্তিযুদ্ধা সহ স্বরনার্থীদের চিকিৎসার জন্য মুইলাম ক্যাম্পের ২থেকে ৭ নং সেকশনের চিকিৎসার দায়িত্ব পালন করেন। সেখানে দক্ষতার সহিত চিকিৎসা দানের জন্য ব্যাঙ্গালুর থেকে আগত সেখানকার স্বনামধন্য চিকিৎসক রাজু ও ডাক্তার সানাই নামে দুইজন ডাক্তার ভুয়সী প্রশংসা করেন এবং তাঁর কৃতিত্বের জন্য ডাক্তার যোগেন্দ্র কিশোর বিশ্বাসকে সনদ প্রদান করেন।

যুদ্ধ শেষে পরবর্তীতে চাকুরি ছেড়ে নিজ এলাকা নবীগঞ্জ আসেন। তখনকার সময় সারা উপজেলায় কোন চিকিৎসক ছিলনা। হাতে গুনা ২/৩ জন চিকিৎসক ছিলেন তার মধ্যে তিনি দক্ষতার সাথে সুনাম অর্জন করেন। সর্বত্র এলাকায় চিকিৎসা ক্ষেত্রে ছড়িয়ে পড়ে তার সুনাম। দুর দুরান্ত থেকে আগত রোগীদের নিয়ে ব্যস্ত সময় পার করেন। তিনি মুক্তিযুদ্ধে কাজ করাতে তখন স্বাধীনতা বিরোধী কুচক্র মহল পিছু লেগে যায় তাঁর। ১৯৭৬ সালে রাজাকার যুদ্ধপরাধীরা ডাকাত সেজে রাতে তার বাসায় হামলা চালায়।

ডাকাতরা নগদ অর্থসহ লুট করে মুল্যবান কাগজ পত্রে আগুন ধরিয়ে পুড়ে দেয়। এ সময় তিনি নবীগঞ্জ উপজেলায় একটি জিডি করেন যার নং ৬/৭/১৯৭৬ ইং। সহায় সম্বল হারিয়ে ডাক্তার যোগেন্দ্র কিশোর বিশ্বাস নিস্ব হয়ে পড়েন। যুদ্ধে কাজ করা এমনকি তার মেডিকেল পাশ করা সার্টিফিকেট ডাকাতরা পুড়ে ফেলাতে তার কাছে কোন প্রমান নেই। এমনিতে বাধা সৃষ্টি হওয়াতে মু্িক্ত যুদ্ধে তার নাম না থাকায় সারাটি জীবন তিনি এভাবেই আক্ষেপের মধ্যে দিন কাটাচ্ছেন। হালনাগাদ সরকার সঠিক মুক্তি যোদ্ধার নাম নেওয়াতে তাকে আবার মুক্তিযুদ্ধের চেতনায় জেগে উঠতে হয়। কয়েক বছর যাবৎ দৌড়া দৌড়ি করে কোন ব্যবস্থা না হওয়াতে তিনি অনিশ্চিত জীবন যাপন করছেন। মুক্তি যুদ্ধে কাজ করার কিছু ডকুমেন্টারী তার হাতে রয়েছে। স্বাধীনতার পর নিজ এলাকায় দীর্ঘ ৪২ বছর চিকিৎসার সেবায় নিয়োজিত থেকে বর্তমানে তিনি অসুস্থ হয়ে মানবেতর জীবন যাপন করছেন।

নিজের চিকিৎসার জন্য তিনি সিলেট শাহপরাণ গেইটের খাদিমপাড়া ইউনিয়নে বাহুবল এলাকায় বাস করছেন। একজন প্রকৃত মুক্তি যোদ্ধার মুল্যায়ন না পাওয়াতে মানসিক ভাবে ভেঙ্গে পড়েছেন। দীর্ঘদিন ধরে নানা রোগে ভোগছেন।

তাঁর শারীরিক সুস্থতার জন্য উন্নত চিকিৎসার প্রয়োজন। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতার সাথে আবেদন জানান, তাঁর অধিকারটুকু ফিরিয়ে পেতে। সরেজমিনে সাক্ষাতে ডাক্তার যোগেন্দ্র কিশোর বলেন জীবন বাজি রেখে যুদ্ধাহত মানুষের পাশে যুদ্ধের পাশাপাশি আমার নিজ পেশাকে মানবকল্যাণে বিলিয়ে দিলাম ।

আজ আমি অসহায় একজন প্রকৃত মুক্তিযোদ্ধার নাম টুকু থাকলে আমার জীবনটা স্বার্থক হত। জীবনের শেষ প্রান্তে এসে তার অধিকার টুকু পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছেন। পাশাপাশি তার উন্নত চিকিৎসার জন্য সরকারের পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করেন এই বীর মুক্তিযোদ্ধা ডাক্তার যোগেন্দ্র বিশ্বাস।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 shaistaganj.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarshaista41
error: Content is protected !!