ডেস্ক : পাকিস্তানের শিকারপুরে শিয়া মসজিদে বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০। আহত হয়েছেন কমপক্ষে আরো ৬০ জন।
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) পাকিস্তানের সিন্ধ প্রদেশের শিকারপুর জেলার ইমামবরগাহ মসজিদে জুমার নামাজের পর নৃশংস বিস্ফোরণের ঘটনা ঘটে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, জানদুল্লাহ নামে তেহরিক- ই- তালেবান পাকিস্তানের (টিটিপি) একটি উপদল এ হামলার দায় স্বীকার করেছে।
এক বার্তায় জানদুল্লাহ’র মুখপাত্র ফাহাদ মারওয়াত বলেন, শিয়া মসজিদটি আমাদের লক্ষ্য ছিল। তারা আমাদের শত্রু।
তবে এখনও এ হামলার সুনির্দিষ্ট কারণ উদঘাটন করতে পারেনি পুলিশ।
হামলার পরপরই আহতদের স্থানীয় শিকারপুর সরকারি হাসপাতাল এবং পাশ্ববর্তী জেলা শুক্কুর ও লারকানার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শিকারপুর সরকারি হাসপাতালের সুপারিনটেনডেন্ট শওকত মেমোন জানান, আহতদের অনেকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এছাড়া মসজিদটির ধ্বংসাবশেষ থেকে নতুন করে বেশ কয়েকটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পাকিস্তানের শীর্ষ গণমাধ্যম ডন অনলাইন।
হামলার সময় মসজিদটিতে চারশ’র বেশি মানুষ ছিলেন বলে শিয়া নেতা রাহাত কাজমী জানান।
হামলার সময় ইমামবরগাহ মসজিদ থেকে দেড় কিলোমিটার দূরের একটি মসজিদে অবস্থানরত মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, বিকট আওয়াজে মনে হচ্ছিল আমার পায়ের নিচের মাটি সরে গেল।
সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী কাইম আলী শাহ এ হামলায় নিহতদের স্মরণে একদিনের শোক ঘোষণা করেছেন।