নিজস্ব প্রতিনিধি : নূরপুর মানব কল্যাণ সংস্থার উদ্যোগে হবিগঞ্জের বিশিষ্ট শিল্পপতি দানবীর নূরপুর গ্রামের কৃতি সন্তান কাজী তাজুল ইসলাম ফারুক সাহেবের ১ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহশপতিবার(৩ নভেম্বর ২০১৬) বিকাল বাদ আসর নূরপুর জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্টিত হয়।
উক্ত মিলাদ মাহফিেল উপস্থিত ছিলেন-কাজী ফারুক সাহেবের ছোট ছেলে কাজী ফারহান, নূরপুর মানব কল্যাণ সংস্থার সভাপতি সাংবাদিক এস এইচ টিটু, সাধারণ সম্পাদক তরুন সমাজ সেবক শাহজান মিয়া, আনোয়ার আলী,বাবুল মিয়া,রাজু চৌধুরী,মন্নাফ মিয়া,আব্দুল করিম,ছালেহ চৌধুরী,আশরাফুল হক নয়ন,এমরান শাহ,রিপুসহ এলাকাবৃন্দ।
মিলাদ পরিচালনা করেন নুরপুর জামে মসজিদে ঈমাম হাফেজ কাউসার আহাম্মেদ এবং পরিশেষে নুরপুর হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ বেলায়েত হোসেন আক্তারী মরহুম কাজী তাজুল ইসলাম ফারুক সাহেবের জন্য বিশেষ দোয়া ও মাগফেরাত কামনা করেন।