বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বাহুবলের শাহজালাল সুন্নিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের প্রবেশ পত্র পাওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ করেছে পরীক্ষার্থীসহ এলাকার সহস্রাধিক লোকজন।
রোবাবার ডুবাঐ বাজার এলাকায় সকাল ১০টা থেকে বেলা আড়াইটা এ রিপোর্ট লেখা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রেখেছে ছাত্র-ছাত্রীসহ স্থানীয় লোকজন।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহজালাল সুন্নিয়া দাখিল মাদ্রাসার কর্তৃপক্ষের অবহেলার কারনে রিপোর্ট লেখা পর্যন্ত দাখিল পরীক্ষার প্রবেশ পত্র হাতে পায়নি পরীক্ষার্থীরা।
অনিশ্চিত ভবিৎসতের চিন্তা করে তারা সকাল থেকে মহাসড়ক অবরোধ করে রাখে।
বেলা আড়াইটায় মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, বাহুবল উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই ও উপজেলা নির্বাহি কর্মকর্তা নাজমূল হক উপস্থিত পরীক্ষার্থী ও অভিভাবকদের সান্তনার বাণি শুনাচ্ছেন।
এদিকে সকাল থেকেই মাদরাসার সুপার অফিস সহকারি মাদ্রাসা থেকে পালিয়ে গেছে বলে একটি সূত্র জানায়।