চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ২ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, বুধবার বাদ মাগরিব চুনারুঘাট পৌর শহরের উত্তর হাতুন্ডা গ্রামের বাসিন্দা ও ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ রহম আলীর ছোট ভাই সারোয়ার নেওয়াজ শামিম বাজারে আসার পথে একই গ্রামের মৃত আঃ করিমের ছেলে আব্দুর রহমান, আব্দুল্লাহ ও বাছির মিয়া শামিমের উপর দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে হামলা চালায়।
এ সময় শামিম মিয়া (৩৫) আহত হয়। আহত অবস্থায় শামিমকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করলে তার ভাই করম আলী হাসপাতালে দেখতে গেলে প্রতিপক্ষের লোকজন করম আলীকে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে সে গুরুতর রক্তাক্ত জখম হয়। পরে তাকেও চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ নিয়ে দু’পক্ষের মাঝে টানটান উত্তেজনা বিরাজ করছে। এ দিকে প্রতিপক্ষের লোক আব্দুল্লাহ ও তার ভাই প্রাথমিক চিকিৎসা নিয়েছে। আহত শামিম জানান, তিনি অসামাজিক ও অনাকাঙ্খিত কাজে বাধা দেওয়ায় তার উপর প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়েছে। এ ব্যাপারে প্রতিপক্ষের লোক আব্দুল্লাহ অভিযোগ অস্বীকার করেন।