আব্দুর রাজ্জাক রাজু: সিলেট বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমেদ ও হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম চুনারুঘাটের কাচুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
বৃহশপতিবার দুপুর ১২ টায় বিদ্যালয়টি পরিদর্শন করেন।
এ সময় তারা ক্লাসে ক্লাসে ঘুরে ছাত্রছাত্রীদের পড়া-লেখা তদারকি করে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন – উপজেলা নির্বাহী কর্মকর্তা আহম্মেদ জামিল, সহকারী কমিশনার (ভূমি) সালেহ উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনাইদ, ওসি (তদন্ত) ইকবাল হোসেন, হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি রমজানুর রহমান শামীম,ইউপি সদস্য মাহবুবুর রহমান মামুন, সাবেক ইউপি সদস্য আঃ জাহির ও খোরশেদ আলী প্রমুখ।