নবীগঞ্জ প্রতিনিধি ঃ বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলার ৩ নং ইনাতগঞ্জ ইউনিয়নের কমিটি গঠনের লক্ষ্যে শুক্রবার দুপুরে ইছবপুর যোগানন্দ জিউড় আশ্রমে এক সভা অনুষ্টিত হয়।
ডাঃ দিনেশ সুত্রধরের সভাপতিত্বে এবং সমীরন আচার্য্যরে পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নারায়ন রায় ।
এতে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ৩ বাদল কৃষ্ণ বনিক,সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল,সাংগঠনিক সম্পাদক ভারপ্রাপ্ত অধ্যক্ষ তনুজ রায়,অর্থ সম্পাদক শিক্ষক প্রজেশ রায় নিতন, পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক প্রধান শিক্ষক সজল চন্দ্র দাশ।
এতে বক্তব্য রাখেন, চিনু সূত্রধর, অবিনাশ চক্রবর্তী, চন্দন রায় হরি,মনোরঞ্জন সুত্রধর, প্রর্দশক নৃপেশ সুত্রধর, আশীষ রায়,গবিন্দ হালদার,অমৃত রায় প্রমূখ।সভার শুরুতে শ্রীমদ ভাগবত গীতা পাঠ করেন বিজন আচার্য্য। সভায় সর্বসম্মতিক্রমে চিনুসূত্রধর,আশীষ রায়, বকুল দেবনাথকে সভাপতি , চন্দন রায় হরিকে সাধারন সম্পাদক, সন্তোষ দাশ,অমৃত রায়,বকুল দেবকে সাংগঠনিক সম্পাদক, হরিপদ রায়কে অর্থ সম্পাদক নির্বাচিত করা হয়।
এছাড়া আগামী ১৫ দিনের মধ্যে ৪১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ ইউনিয়ন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। কমিটির নেতৃবৃন্দ এ ইউনিয়নের হিন্দু ধর্মালম্বীদের বিভিন্ন অধিকার আদায় ও স্বার্থ সংরক্ষনে কাজ করবেন।