চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার বাল্লারোড এলাকার মৃত লেবু মিয়ার পুত্র নয়ন মিয়া (৩০) নামে এক যুবককে মোটরসাইকেল চুরির মামলায় গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
জানা যায়, গত শুক্রবার রাত ৯টার দিকে চুনারুঘাট থানার এস.আই মাসুদুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চুনারুঘাট বাজারের বাল্লারোড নামক স্থান থেকে নয়ন মিয়াকে গ্রেফতার করে চুনারুঘাট থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, নয়ন মিয়ার বিরুদ্ধে মোটরসাইকেল চুরি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। যার মামলা নং- ১, তারিখ- ০১/১১/১৬ই। পরে শনিবার দুপুরের দিকে তাকে হবিগঞ্জ জেল কারাগারে প্রেরণ করা হয়েছে।