লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামে রাস্তার দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে।
শনিবার বিকালে এ সংঘর্ষ হয়।
পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৩ দাঙ্গাবাজকে আটক করেছে।
আহত সুত্র জানায়, গিয়াস উদ্দিনের লোকজনের গ্রামের একটি রাস্তার দখল নিয়ে বিরোধ চলে আসছে।
এ বিরোধের জের ধরে ওই সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়।
গুরুতর আহত অবস্থায় সামছু মিয়া (৬৫), বদরুজ্জামান (৪৫), আশুরা বেগম, (৩৫), নেহার বেগম (৩০), সোনিয়া (২০) ও লাকু মিয়া (৩৫) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে ডিবি পুলিশ অভিযান চালিয়ে সোহাগ মিয়া, বদরুজ্জামান ও আক্কাস মিয়াকে আটক করেছে।
লাখাই থানার ওসি মোজাম্মেল হক জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।