আকিকুল ইসলাম উচাইল থেকে :-
হবিগঞ্জ সদর উপজেলার বৃহত্তর উচাইল গ্রামের পশ্চিম দিকে লাখাই থানাধীন বেলেশ্বরী নদীর খনন নিয়ে গ্রামবাসী মধ্যে উত্তেজনা রিবাজ করছে।
গতকাল ০১-০২-২০১৫ ইং সকালে বেলেশ্বরী নদীর গৌবিন্দপুর নামক স্থানে জাইকার শ্রমিক ভোল্ডেজার দিয়ে মাটি খনন করার সময়, এলাকাবাসী জড়ো হয়ে দেশিয় অস্ত্র- স্বস্ত্র নিয়ে জাইকার সংস্তার শ্রমিকদের জিজ্ঞাস করলে তারা বলে যে আমাদেরকে ব্রাহ্মণডুরা গ্রামের আদিল মোঃ জজ মিয়া ও আছকির মেম্বারসহ আরো কয়েকজন লোক এখানে পাঠিয়েছে ব্রীজ ও সুইচ গেইট ,নদী খনন করার করার জন্য। গ্রামবাসীর পক্ষ থেকে জাইকার শ্রমিকদের বলে দেওয়া হয় য়ে, তোমরা এখান থেকে চলে যাও, গিয়ে তোমাদের প্রতিনিধিকে বল, আমরা গ্রামবাসী নদী খনন, সুইচ গেই ও ব্রীজ করতে দেবনা কারন এই জায়গা , নদী সম্তত উচাইল গ্রামবাসীর। এই নদীতে আমাদের জেলেরা মাছ ধরে, হাঁস পালন করে নদীর কিনারারায় গরু-মহিষ চড়ায় তাই আমরা জাইকা সংস্তাকে নদী খনন করতে দেবনা।