নিজস্ব প্রতিনিধি : শ্রীমঙ্গলে র্যাব-৯ এর হাতে হবিগঞ্জ জেলার চুনারুঘাটের ওয়ারেন্টের পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল গোপণ সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান পরিচালনা করে।
বুধবার ভোররাতে সাতগাওঁ চা-বাগান এলাকা হতে সি,আর-১৬৬/৯৮ মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক এক আসামী শানু মিয়াকে (৪৭) গ্রেফতার করে।
সে হবিগঞ্জের চুনারুঘাটের রানীগাঁও গ্রামের মৃত দরছ উলাহ’র ছেলে।
এতে নেতৃত্ব দেন র্যাব-৯ এর এএসপি মাঈন উদ্দিন চৌধুরী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাযায় যে, সে গ্রেফতার এড়ানোর জন্য দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপণে ছিল। গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।