নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী আব্দুল হান্নান (৪৫)কে গ্রেফতার করা হয়েছে।
সে দীর্ঘ ১৩ বছর ৫ মাস ধরে পলাতক ছিল। ধৃত হান্নান উপজেলার দূর্গাপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে।
পুলিশ সুত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে আব্দুল হান্নানের বিরুদ্ধে সিআর-৩০৩/৯৯ নং মামলায় বিগত ২০০৩ ইং সনের ৭ই জুলাই বিজ্ঞ আদালত ২ বছরের সশ্রম ও ৫ শত টাকা জরিমানা দন্ডাদেশ প্রদান করেন। অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এর আদেশ দেন। উক্ত রায়ের পর থেকে হান্নান পলাতক ছিল।
দীর্ঘদিন পলাতক থাকার পর বুধবার গভীর রাতে ( মঙ্গলবার দিবাগত রাত ২ টায় ) নবীগঞ্জ থানার এএসআই গোলাম রসুলের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সাজাপ্রাপ্ত আসামী হান্নানকে গ্রেফতার করেছে। বুধবার সকালে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।