চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়শনের সনদপত্র ও বৃত্তি পেয়েছে চুনারুঘাট থানার ওসি (তদন্ত) মো. ইকবাল হোসেনের পুত্র সাজ্জাদ হোসেন অর্ণব।
বুধবার সকাল ১০টায় উপজেলা বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়ামে আলোচনা সভা ও তাজুল ইসলাম শিক্ষা ট্রাস্টের অর্থায়নে এ সনদপত্র ও বৃত্তি প্রদান করা হয়।
তাজুল ইসলাম শিক্ষা ট্রাস্টের পরিচালক সিরাজুল ইসলাম কাপ্তানের সভাপতিত্বে ও সাংবাদিক ইসমাইল হোসেন বাচ্চুর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান মো. আবু তাহের।
বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট পৌরসভার মেয়র মো. নাজিম উদ্দিন সামছু, চুনারুঘাট থানার ওসি (তদন্ত) ইকবাল হোসেন, শিক্ষা অফিসার হাসান মোহাম্মদ জোনায়েদ, ব্যকস সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি মো. কামরুল ইসলাম, কিন্ডারগার্টের এসোসিয়শনের সাধারণ সম্পাদক আব্দুল মন্নান সহ আরোও অনেকই।
উল্লেখ্য, প্রতিবছরে ন্যায় এবারও বিশিষ্ট শিক্ষানুরাগী তাজুল ইসলাম এর অর্থায়নে ১শ’৮২ জন ছাত্র-ছাত্রীদের মাঝে এ বৃত্তি ও সনদ প্রদান করা হয়।