বাহুবল প্রতিনিধি ঃ বাহুবলে ছিনতাই হওয়া কষ্টি পাথরের কৃষ্ণমূর্তি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সীমান্তবর্তী চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় মূর্তিটি উদ্ধার করা হয়।
সূত্র জানায়, গত ১০ নভেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় ১৫-২০ জনের একদল মুখোশধারী ছিনতাইকারী দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের রাখাল শীলের বাড়িতে প্রবেশ করে।
ছিনতাইকারীরা তখন পুরুষশূণ্য বাড়ির মহিলাদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে রক্ষিত রাখাল শীলের ছেলে সাজু শীলের স্বপ্নে পাওয়া কষ্টি পাথরের কৃষ্ণ মূর্তি ছিনতাই করে নিয়ে যায়। এ সময় মহিলারা বাঁধা দেওয়ার চেষ্টা করলে ছিনতাইকারীরা তাদের শ্লীলতাহানী করে।
খবর পেয়ে বাহুবল থানা পুলিশ ওইদিন ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনাস্থল থেকে ছিনতাইকারীদের ফেলে যাওয়া একটি খেলনা পিস্তল ও একটি মোবাইল ফোন উদ্ধার করে। এ ঘটনায় রাখাল শীল বাদী হয়ে পরদিন থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে ও ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত মোবাইল ফোনের কল লিস্টের সূত্র ধরে গত ১৪ নভেম্বর উপজেলার ¯œানঘাট ইউনিয়নের স্বস্থিপুর গ্রামের ফার্নিচার ব্যবসায়ী আহমদ আলীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আহমদ আলীর দেয়া তথ্যানুযায়ী কামাইছড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই রুপু করের নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার রাতে পাশ্ববর্তী চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি কবরস্থান থেকে পরিত্যাক্ত অবস্থায় মুর্তিটি উদ্ধার করে।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, কললিস্টের সূত্র ধরে অভিযান চালিয়ে কস্টি পাথরের মুর্তিটি উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। মুর্তিটি কষ্টি পাথরের কিনা তা যাচাই-বাচাই করা হচ্ছে।