বাহুবল প্রতিনিধি ঃ বাহুবলে রহিম (৪৫) নামের এক গরু চোরকে আটক করেছে মডেল থানা পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পূর্ব ভাদেশ্বর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
রহিম উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব ভাদেশ্বর গ্রামের মৃত তুরাব আলীর ছেলে।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানার এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ তার বাড়ীতে অভিযান চালিয়ে তাকে আটক করে। তিনি আরও জানান, তার বিরুদ্ধে একাধিক গরু চুরির অভিযোগ রয়েছে।