মোঃ রহমত আলী ॥ প্রাথমিক স্কুল সার্টিফিকেট (পিএসসি) ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার প্রথম দিন ইংরেজি পরীক্ষায় ২হাজার ৭শ ৬০ শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, ২০১৬ সালের শিক্ষা বর্ষে হবিঞ্জ জেলায় ১হাজার ২৬টি প্রাথমিক বিদ্যালয়,স্থাপনা প্রল্পের অধিনে ২১টি, কমিউনিটি ২টি, মাদরাসা ৬৪টি ও ১শ ৩৫টি কিন্ডার গার্টেনের পি এস সি ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় ৫১হাজার ৫শ ৫৯ জন শিক্ষার্থীকে চুরান্ত তালিকায় রাখা হয়।
রোবার সকাল ১১টা থেকে প্রতিটি কেন্দ্রে শুরু হয় পরীক্ষা। প্রাথম দিনের ইংরেজি পরীক্ষায় জেলায় ১শ ৮৯ টি কেন্দ্রে ২হাজার ৭শ ৬০ শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে। এর মধ্যে হবিগঞ্জ সদল উপজেলায় ২শ ১২জন, ইবতেদায়ী ৪৭, নবীগঞ্জ ৪শ ২৬জন, ইবতেদায়ী ৯৪ বানিয়াচং ৪শ ৭১, ইবতেদায়ী ৯৬জন,আজমীরীগঞ্জ ১শ ৫৫জন, ইবতেদায়ী১৫ লাখাই ২শ ১৫জন, ইবতেদায়ী ২৭, বাহুবল ১শ ১৬জন,ইবতেদায়ী ৪৭, চুনারুঘাট ২শ ২৮জন,ইবতেদায়ী ৮৮ ও মাধবপুর উপজেলায় ৩শ ৬৮ জন, ইবতেদায়ী ৪৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে না।
হগিঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের তেতৈয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে রোববার পরীক্ষা চলাকালিন সময় সরজমিনে দেখা যায় কোমলমতি শিক্ষার্থীরা শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা দিচ্ছে।
এসময় কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ-কারী শিক্ষা অফিসার প্রনয় কান্তি মহালদার, হল সুপার মোঃ ফখরুদ্দিন, সহকারী হল সুপার মোঃ আবুল কালাম আজাদ ও কেন্দ্র সচিব প্রধান শিক্ষক সৈয়দা জারসীন আফছার পরীক্ষার হল পরিদর্শন করেণ।