নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ২ হিজড়াকে পিটিয়ে আহত করেছে বিয়ে বাড়ির লোকজন।
রোববার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার আউলিয়াবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে মারধরের শিকার হিজড়া সর্দার স্বপ্না বাদী হয়ে মাধবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্বপ্না জানান, রোববার দুপুরে আউলিয়াবাদ গ্রামে ইলু মিয়ার বাড়িতে বিয়ের অনুষ্ঠানে গেলে ইলু মিয়া ও তার ছেলে মাসুক মিয়া তাদের উপর অতর্কিত হামলা চালান। হামলায় রিতা হিজড়া (২২) ও স্বপ্না হিজড়া (৪০) আহত হন। তাদের মাধবপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতাদির হোসেন জানান, হিজড়াদের অভিযোগ পেয়েছি। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।