চুনারুঘাট(হবিগঞ্জ)প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে এক ছিনতাইকারীকে দুই মাসের কারাদণ্ড ও মাদ্রাসা ছাত্রীকে টিজ করায় ৫ হাজার টাকা জরিমানা এবং কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার রাত ৮টা ও ১০টার দিকে পৃথক ভাবে চুনারুঘাটে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মাশহুদুল কবীর এ রায় দেন।
দুই মাসের সাজাপ্রাপ্ত শাকিল আহমেদ(২৮)হবিগঞ্জ সদর উপজেলার মাহমুদাবাদ গ্রামের মোঃ আরিফ মিয়ার ছেলে। অপর সাজাপ্রাপ্ত ব্যক্তি চুনারুঘাট উপজেলার কালামন্ডল গ্রামের মালু মিয়ার ছেলে ইউনুছ আলী(৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে এক পর্যটকের মোবাইল ছিনতাইকালে হাতে নাতে আটক হয় শাকিল। পরে চুনারুঘাট উপজেলা নিবার্হী অফিসার ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে দুই মাসের কারাদন্ড দেন।
এদিকে একই দিন দুপুরে উপজেলা আমুরোর্ড বাজারে মাদ্রাসার জনৈক ছাত্রীকে ইভটিজিং করায় ইউনুছ আলীকে(৩০)পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।