শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ সিয়াম স্টোর থেকে কোমল পানীয় চুরি করে পালিয়ে যাবার সময় মালামালসহ ৪ চোরকে আটক করেছে জনতা।
রোববার (২০ নভেম্বর) শায়েস্তাগঞ্জের নতুন ব্রীজ এলাকার সিয়াম ষ্টোরে এ ঘটনাটি ঘটে।
আটককৃত চোরেরা হলো হবিগঞ্জ সদর উপজেলার বড় বহুলা গ্রামের বাচ্চু মিয়ার পুত্র জুয়েল মিয়া (১৬), হবিগঞ্জ শহরের উত্তর শ্যামলীর গেদা মিয়ার পুত্র সোহাগ মিয়া (১৮), বানিয়াচং উপজেলার শাহপুর গ্রামের শরীফ আহম্মদের পুত্র মিরিন আহম্মেদ জয় (২২) ও একই উপজেলার বাঘজুর গ্রামের হাজী আব্দুর রহমানের পুত্র আব্দুস শহীদ (১৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় নতুন ব্রীজ সিয়াম স্টোরের মালিক দেলোয়ার জানান, চোরেরা তার দোকানের সামনে রাখা কোমল পানীয় মালামাল চুরি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনের চোখে পড়লে তাদেরকে ধাওয়া করে ব্যবসায়ীরা। পরে শায়েস্তাগঞ্জের ওয়ার্কশপ এলাকায় তাদেরকে আটক করা হয়। পরে তাদেরকে জনতা উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোর্পদ করে।