হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গের এক নারী যমজ দুই সন্তান জন্ম দিয়েছেন। গতকাল রবিবার সকালে হবিগঞ্জ সদর হাসপাতালে তিনি যমজ দুই শিশুর জন্ম দেন। তবে শিশু দুটির জন্মের পরই না ফেরার দেশে চলে যান মা দীপালী সরকার।
হাসপাতাল সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার নয়াপাড়া গ্রামের জতিন্দ্র সরকারের স্ত্রী দীপালী সরকারের প্রসব যন্ত্রনা উঠলে শনিবার রাতে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তিনি একটি ছেলে ও একটি কন্যা সন্তানের জন্ম দেন। কিন্তু তাদের জন্ম দেয়ার পর পরই মা দীপালী মারা যান।
শিশুদের পিতা জতিন্দ্র সরকার জানান, কয়েক দিন আগেই দীপালীর পরিক্ষা করানো হলে ডাক্তার তার যমজ সন্তারের কথা বলেন। তাই তার প্রসব যন্ত্রনা উঠামাত্রই আমরা তাকে হাসপাতালে নিয়ে আসি। কিন্তু তার পরও তাকে বাচাঁনো সম্ভব হয়নি। হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার কাউছার আলম জানান, সন্তান জন্মের পর পরই মা মারা গেছেন। তবে শিশু দুটি সুস্থ্য রয়েছে।