চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের আইতন গ্রামের বিশিষ্ট কাঠ ব্যবসায়ী মাখন মিয়া (৩৫) অবৈধ সেগুন কাঠ বোঝাই টেম্পু সহ আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ।
জানা যায়, বুধবার দুপুরে রাজার বাজার থেকে চুনারুঘাটে আসার পথে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার রাজার বাজার এলাকা থেকে টেম্পু বোঝাই সেগুন কাঠসহ কাঠ ব্যবসায়ী মাখন মিয়াকে আটক করে চুনারুঘাট থানায় নিয়ে আসে।
পুলিশ সূত্রে জানা যায়, অবৈধ সেগুন কাঠের বাজার মূল্য লক্ষ টাকা হবে। আটকের সময় মাখন মিয়া সেগুন কাঠের বিপরীতে কোন বৈধ কাগজপত্র দেখাতে পারে নাই বলে পুলিশ জানায়। পরে থানায় টেম্পু গাড়ি সহ সেগুন কাঠ জব্দ করে রাখে পুলিশ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত চুনারুঘাট থানায় এ বিষয়ে কোন মামলা হয়নি। অন্যদিকে মাখন মিয়াকে ছাড়িয়ে নিতে বিভিন্ন প্রভাবশালী নেতারা উঠে পড়ে লেগেছে।