শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৫:৫৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
হবিগঞ্জ জেলার অনলাইন নিউজ পোর্টালের মধ্যে অন্যতম ও সংবাদ মাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী গণমাধ্যম দৈনিক শায়েস্তাগঞ্জ ডট কম-এ জরুরী ভিত্তিতে হবিগঞ্জ,নবীগঞ্জ,শায়েস্তাগঞ্জ,চুনারুঘাট,মাধবপুর,বাহুবল,বানিয়াচং,আজমিরিগঞ্জ,থানার সকল ইউনিয়ন,কলেজ, স্কুল থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন নিম্ন ঠিকানায় ইমেইল করার জন্য বলা হলো। Email : shaistaganjnews@gmail.com Phone: 01716439625 & 01740943082 ধন্যবাদ, সম্পাদক দৈনিক শায়েস্তাগঞ্জ

রোহিঙ্গারাও বাঁচতে চায়

দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক ::
  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬

রায়হান আহমেদ : দুনিয়া আজব জায়গা। এখানে সুযোগের সদ্ব্যবহার করতে কেউ কৃপনতা করে না। স্বার্থের পর্যায়টি সম্পূর্ণ করতে মানুষ অমানবিক কর্মটি করতেও দ্বিধাবোধ করে না। সব জায়গায়, সব সময় ধর্মে, কর্মে, বর্ণে সংখ্যাগরিষ্ঠরা সংখ্যালঘুদের ঘাড়ে চেঁপে বসে রক্ত চুষার চক্র বাঁধতে মত্ত থাকে।

ঠিক রূপকথার রাক্ষস-খোক্ষসের মতো। সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হযরত মোহাম্মদ (সা.) বলেছিলেন, ‘পৃথিবী ধ্বংস হওয়ার লীলা নিকটে আসবে, যখন অযোগ্য মানুষ রাষ্ট্রের প্রধান হবে, যখন মানুষের মধ্যে মানবতাবোধ, মূল্যবোধ, সৌজন্যবোধ বিলুপ্তের পথে হাঁটবে।’ বর্তমান বিশ্বের কী পরিস্থিতি তা আজ আয়নার প্রতিচ্ছবির মতো আমাদের চোখের সামনে দৃর্শমান। এসব প্রতিচ্ছবি ধ্বংস লীলার-ই স্বরূপ। মানবতা কতো নিচে নামলে নির্বিচারে নির্দোষ মানুষদের নৃশংসভাবে হত্যা করা যায়? কতটুকু অশ্রু বিসর্জন করলে হারানোর বেদনা ভুলে থাকা যায়?

নির্যাতন করা সহজ ব্যাপার। কিন্তু নিপীড়িত মানুষের পাশে থেকে তাদের অধিকার আদায়ের সংগ্রমে অংশ নেয়া বড়ই কঠিন।

বর্তমান সময়ের আলোচিত ঘটনা হলো, মিয়ানমারে রোহিঙ্গা হত্যাযজ্ঞ। মিয়ানমার সরকারের দাবী, রোহিঙ্গারা বাঙালি। এ দাবী মনে করিয়ে দিচ্ছে বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের একটি কথাকে। তিনি বলেছিলেন, ‘যদি আমার আপেক্ষিকবাদ সঠিক হয়, তাহলে ফ্রান্স বলবে আমি বিশ্ব নাগরিক, আর জার্মান দাবী করবে আমি জার্মানি। যদি এটি ভূল প্রমাণিত হয়, তাহলে ফ্রান্সরা বলবে আমি জার্মান, আর জার্মানিরা বলবে আমি ইহুদি।’

ইতিহাস সাক্ষী দেয়, মিয়নমারের রাখাইন ষ্টেটের উত্তরাংশে বসবাসকারী একটি জনগোষ্ঠী। সপ্তম-অষ্টম শতাব্দীতে রোহিঙ্গা জনগোষ্ঠীর উদ্ভব ঘটে। মধ্যপ্রাচ্যের মুসলমান ও স্থানীয় আরাকানীদের সংমিশ্রণে রোহিঙ্গা জাতির উদ্ভব। তাহলে মিয়ানমার সরকারের দাবী আলবার্ট আইনস্টাইনের কথার সাথে মিলে যায়। অর্থাৎ রোহিঙ্গারা যদি জাতি হিসেবে সম্মৃদ্ধশালী হতো, তবে সরকার তাদের নিয়ে গর্বে বুক ফুলাতো।

রোহিঙ্গাদের এ নৃশংস হত্যাযজ্ঞের কারণ হিসেবে কয়েকজন দুষ্কৃতকারী রোহিঙ্গা এক বৌদ্ধ নারীকে ধর্ষণের অভিযোগকসহ কিছু তুচ্ছ বিষয়কে চিহ্নিত করা হয়েছে। যদি এটি সত্য বলে ধরে নেই, তবে বিশ্বে প্রতিটি জাতির উপর হত্যাযজ্ঞ চালাতে হবে। সমস্ত জাতি এ পৃথিবী ছেড়ে মঙ্গল গ্রহে অবস্থান নিতে হবে। কয়েকজনের অপরাধে পুরো জাতি কেন শাস্তি পাবে! এ অপরাধের জন্য একটি জাতি নিধন প্রক্রিয়াকে আমি সমর্থন করি না। কাউকে ধ্বংস করতে হলে সামান্য একটা ইস্যু দাঁড় করানোই যথেষ্ট।

সত্যিকার অর্থে রোহিঙ্গা নিধনের রূপরেখো অনেক আগে থেকেই অঙ্কিত ছিল। ধীরে ধীরে এর চরম প্রতিফলন এখন রোহিঙ্গাদের বাঁচার অধিকার কেড়ে নিয়েছে। এ হথ্যাযজ্ঞের মাধ্যমে মিয়ানমার সরকারের মূল উদ্দেশ্য দেশ থেকে রোহিঙ্গা বিতারিত করা। নির্যাতন অসহনীয় হয়ে উঠলে রোহিঙ্গারা যেন অন্যত্র চলে যায়। আজ তারা সরকারের কাছে বোঝা স্বরূপ। প্রথমে সরকার রোহিঙ্গাদের সর্বপ্রকার মৌলিক অধিকার ছিনিয়ে নিয়েও খান্ত হয় নি।

এখন তাদের উপর পৈশাচিক আচরণ করছে। গানের কথায়, ‘চোখ যে মনের কথা বলে।’ ফেইসবুকে প্রচারিত রোহিঙ্গাদের উপর অমানবিক দৃশ্যগুলো প্রত্যেকটি মানব হৃদয়কে নাড়া দেয়ার মতো দৃশ্য। গানের সাথে মিল রেখে বলা যায়, নির্যাতনের ছবিগুলো যেন অমানবিকতার কথা বলে।

এ বর্বরতা দেখেও কোনো সুশীল জাতির হৃদয় নাড়া দিচ্ছে না। কিন্তু কেন! জাতিসংঘ এ বিষয়ে যা বলছে, তা যেন দায় সারার কথা। আমি মায়ের মমতায় সিক্ত বাঙালি হিসেবে মনে করি, জাতিসংঘ ও পৃথিবীর ক্ষমতাধর দেশগুলো আন্তরিক হস্তক্ষেপের মাধ্যমে এ বর্বরতার বিরুদ্ধে কন্ঠ তুলোক। সবাই যেন সাম্প্রদায়িকতা ভুলে মানবতার জয়গান গেয়ে রুখে দেয় এ অপ্রত্যাশিত নিষ্ঠুরতাকে।

জাতীয় ঐক্যের মাধ্যমে আবারো যেন তারা ফিরে পায় বাঁচার অধিকার। ফিরে পায় যেন মানবতার দৃষ্টান্ত। তারা পরাধীন জাতি, অবহেলিত তাদের জীবন। তবুও তো তারা মানুষ। আঘাত করলে কষ্ট পায়, তাদের লাল রক্তে রঞ্জিত হয়ে উঠে নরম দূসর মাটি। এ পৃথিবীতে তাদেরও বাঁচার অধিকার আছে। রোহিঙ্গারাও বাঁচতে চায়।

লেখক : রায়হান আহমেদ
unnamed

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 shaistaganj.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarshaista41
error: Content is protected !!