নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলার সুবিদপুর ইউনিয়নে সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্য বিবাহ ও যৌন হয়রানী প্রতিরোধের লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে ইউপি হলরুমে ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরীর সভাপতিত্বে এবং রত্না উচ্চ বিদ্যালয়েরর প্রধান শিক্ষক আবু তাহেরের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাবিনা আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বদীপ কুমার সিংহ, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আতাউর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবেদ খান, যমুনা টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি প্রদীপ দাশ সাগর, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলী আকবর খনা, সাবেক মেম্বার নুরুল হক আখনজী, আমিরুল ইসলাম আখনজী, সাংবাদিক এসএম সুরুজ আলী, ইউপি সদস্য নওয়াব আলী, লাল চাঁন দাস, ইউপি সদস্যা আমেনা খাতুন, সাবেক মেম্বার তালিম উদ্দিন সর্দার, কাজল মিয়া, আওয়ামীলীগ নেতা আবুল হোসেন প্রমূখ।
সভা শেষে জেলা প্রশাসক ইউনিয়নের তথ্য সেবাকেন্দ্র ও বলাকীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।