নিজস্ব প্রতিবেদক : আসন্ন জেলা পরিষদ নির্বাচনে ৬১টি জেলার প্রশাসক পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়েছে।
শুক্রবার (২৫ নভেম্বর) রাতে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। এতে সভাপতিত্ব করেন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত সভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রার্থীদের নাম ঘোষণা করেন।
উল্লেখ্য , ৬১টি জেলার মধ্যে হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী।
শুক্রবার রাতে কেন্দ্র থেকে তাঁর মনোনয়নের বিষয়টি চূড়ান্ত করা হয়।