সানিউর রহমান তালুকদার, নবীগঞ্জ থেকে॥ নবীগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহা সড়কের পাশ্ববর্তী জনতার বাজারে অবস্থিত ঐতিহ্যবাহী দিনারপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন জাঁকজমক ভাবে সম্পূর্ণ হয়েছে।
শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহন। এতে সদরঘাট, দেবপাড়া, কায়স্থগ্রাম, মামদপুর, লোগাঁও, শংকরসেনা, কান্দিগাঁও, বনগাঁও, লামরোহ, গজনাইপুর, শতক, আথানগীরি সহ আশেপাশের হাজার হাজার ছাত্র-ছাত্রীর অভিভাবকগণ ভোট প্রধান করেন। বিকেল ৪টার পর থেকে চলে ভোট গণনা দীর্ঘ সময় ভোট গণনার পর রাত ৮টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।
ফলাফল অনুযায়ী ভোট পেয়ে যে চার জন নবনির্বাচিত হয়েছেন। তারা হচ্ছেন, অত্র বিদ্যালয়ের বর্তমান ম্যানেজিং কমিটির সদস্য মোঃ শফিউল আলম বজলু (দোয়াত কলম) মার্কায় প্রাপ্ত ভোট ৭৪৫, শাহ আনিস আলী (আনারস) মার্কায় প্রাপ্ত ভোট ৬৬৮, বর্তমান ম্যানেজিং কমিটির সদস্য, শাহ গোলাম ইজদানী শামিম (মই) মার্কায় প্রাপ্ত ভোট হচ্ছে ৬৬৭, বর্তমান ম্যানেজিং কমিটির সদস্য, আব্দুল মান্নান (চেয়ার) মার্কায় প্রাপ্ত ভোট ৪৪১। গতকাল সকাল থেকে শান্তিপূর্ণ ভাবে চলে অভিভাবকদদের ভোট দেয়া।
দিনারপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রিজাইটিং অফিসারের দায়িত্ব পালন করেন শাহনাজ ইসলাম।