নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার গোয়াকড়া গ্রামে জুয়েল মিয়া (২২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার দুপুরে লাশটি লাখাই থানা পুলিশ উদ্ধার করে। জুয়েল মিয়া গোয়াকড়া গ্রামের সিরাজুল ইসলামের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় জুয়েল মিয়া রাতের খাওয়া দাওয়া শেষে তার ঘরে ঘুমিয়ে পড়ে। রবিবার অনেক বেলা হয়ে গেলেও সে ঘুম থেকে না উঠায় পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করে। অনেক ডাকাডাকির পরও সে ঘুম থেকে না উঠায় পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে তার ঝুলন্ত লাশ দেখতে পায়।
বিষয়টি লাখাই থানা পুলিশকে অবগত করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতার মর্গে প্রেরণ করে।
জুয়েল মিয়া কি কারণে আত্মহত্যা করেছে তা নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। তবে স্থানীয়রা ধারণা করছে পারিবারিক কলহের জের ধরেই জুয়েল মিয়া আত্মহত্যা করেছে।