চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে হবিগঞ্জের মসজিদের ভিতরে পবিত্র কুরআন শরীফ আগুন দিয়ে পুড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় মুসলিম জনতা ঐক্য পরিষদ চুনারুঘাট।
সোমবার দুপুরের দিকে এক বিক্ষোভ মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চুনারুঘাট মধ্য বাজারে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
হযরত মাওলানা মোঃ জহুর আলীর সভাপতিত্বে ও মাওলানা আজিজুর রহমান আজিজের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, মাওলানা আনাস মাহমুদ, মাওলানা হোসাইন আহমদ, মুহিবুর রহমান, আলহাজ্ব হোসাইন আলী রাজন প্রমুখ।
হবিগঞ্জের মসজিদে আগুন দিয়ে কুরআন শরীফ পোড়ানোর প্রতিবাদে হাজার হাজার মুসলিমদের ঢল নামে। প্রতিবাদ সভায় এ অগ্নিকান্ডের ঘটনার বিরুদ্ধে মুসলিম বিশ্ববাসীকে রুখে দাড়ানোর আহ্বান জানানো হয় ও দুস্কৃতিকারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য গ্রেফতারের জোর দাবী জানানো হয়। উক্ত প্রতিবাদ সভায় সাংবাদিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
চুনারুঘাট থানার ওসি তদন্ত ইকবাল আহমেদ, এস.আই মাসুদুজ্জামান, এ.এস.আই দেলোয়ার সহ একদল পুলিশ কড়া নিরাপত্তা পালন করে। মাওলানা শাহ আব্দুল কাদির পীরেরগাওই এর দোয়া মোনাজাতের মাধ্যমে প্রতিবাদ সমাবেশ সমাপ্ত হয়।