নিজস্ব প্রতিনিধি ॥ বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের তালিকাভূক্ত গীতিকার জামাল উদ্দিনের ১ম মৃত্যুবার্ষিকীতে তার পরিবার বিভিন্ন কর্মসূচীর উদ্যোগ গ্রহণ করেছে।
আগামী ৩০ নভেম্বর সারাদিন ব্যাপী কর্মসূচীর মধ্যে কাঙালীভোজ, মিলাদ মাহফিল ও রাতে তার ভক্তবৃন্দ কবি রচিত সঙ্গীত পরিবেশন করবে। এদিকে তার মৃত্যুবার্ষিকীতে হবিগঞ্জে একটি স্মরণ সভা করার কথা রয়েছে।
কবি জামাল উদ্দিন আজমিরীগঞ্জের শরীফনগরে তার নিজ বাড়ীতে গত বছরের ৩০ নভেম্বর মৃত্যুবরণ করেন। তাঁর ২০০ গানের ‘আধারে জোছনার আলো’ শিরোনামে ১ম গ্রন্থ বাংরাদেশের অন্যতম কবি আসাদ চৌধুরী এক আড়ম্বর পূর্ণ অনুষ্ঠানে উন্মোচন করেন।