চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌরসভার উত্তর বাজার বড়াইল গ্রামের আউয়াল মিয়ার পুত্র সুমন (২০) নামে এক যুবককে অপহরণ মামলায় গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
জানা যায়, মঙ্গলবার বিকেলে চুনারুঘাট থানার এস.আই মাসুদুজ্জামান মাসুদের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে বড়াইল গ্রামে আউয়াল মিয়ার ভাড়াটিয়া বাসা থেকে সুমনকে গ্রেফতার করে চুনারুঘাট থানায় নিয়ে আসে।
পুলিশ সূত্রে জানায়, গত ০৭ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টার দিকে নিশাত জাহান ঐশীকে অপহরণের ঘটনাটি ঘটে। নিশাত জাহান ঐশীর মাতা সিফা বেগম চুনারুঘাট থানায় বাদী হয়ে গত ২৫/০৯/১৬ইং একটি অপহরণ মামলা দায়ের করেন। যার মামলা নং- ২১।
সে এতদিন পুলিশের চোখে ফাঁকি দিয়ে আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছিল। উল্লেখ্য যে, চুনারুঘাট হাসপাতালের নার্স আয়েশা আক্তারের আদরের পুত্র সুমন মিয়া অপহরণ ও নির্যাতন মামলায় গ্রেফতার হয়েছে। সুমনকে ধরাতে চুনারুঘাট পৌর এলাকায় সুস্থির ফিরে এসেছে।