চুনারুঘাট( হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাটে টি২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় চুনারুঘাট পৌর শহরের ডিসিপি হাই স্কুল মাঠে দুরন্ত চুনারুঘাট ক্রিকেট একাডেমীর উদ্যোগে এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের।
এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুনারুঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালদার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র নাজিম উদ্দিন শামছু, প্যানেল মেয়র তাজুল ইসলাম কাজল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম রুবেল, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট রিপোটার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন, এডঃ মোস্তাক আহমেদ। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সভাপতি শাহ জাহান চৌধুরী, চুনারুঘাট ক্যাবল টিভি নেটওয়ার্কের ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আজাদ তালুকদার, খাদেমুল হোসেন লিটন, সাইফুল ইসলাম মাসুদ, বাবুল ভূইয়া, সাজিদুল ইসলাম, শাহ নূর আলী খান, আলী নেওয়াজ, শাহ নেওয়াজ, শাহ শরীফ প্রমুখ।
উদ্বোধনী খেলায় অংশ নেয় ফেন্ড স্টাফ-১ ক্লাব ও চুনারুঘাট এক্সপ্রেস ক্লাব। উল্লেখ্য যে, এ টুর্ণামেন্টে ৪০টি ক্রিকেট টিম অংশ গ্রহন করবে।